বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাজস্থলীতে জেলা পরিষদ ও ইউএনডিপির উদ্যোগে গরু বিতরণ 

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাজস্থলীতে জেলা পরিষদ ও ইউএনডিপির উদ্যোগে গরু বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপির যৌথ উদ্যোগে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে ১০টি  হতদরিদ্র পরিবারের মধ্যে প্রত্যককে ১টি করে গভী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) উপজেলায় সদর হাসপাতালের সামনে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  উপকারভোগীদের হাতে গাভী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খাঁন, ইউপি সদস্য ক্যাসাচিং মারমা মিলন, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিরনজৎ চাকমা প্রমুখ। এসময়  উপকারীভোগীরা উপস্থিত ছিলেন। 

বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে সাবলম্বী করতে  শেখ হাসিনার বিশেষ উদ্যোগ আত্মসামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। 

তার অংশ হিসেবে দীপংকর তালুকদার এমপির দিক নির্দেশনায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বিশেষ উদ্যোগ রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার ন্যায় রাজস্থলী উপজেলায় ১০ টি অসহায় পরিবার মধ্যে গাভীগুলো বিতরণ করা হয়। 

টিএইচ